সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন 

নোয়াখালী প্রতিনিধি 

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন 

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট ও নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জমজমাট আয়োজনে মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের নোয়াখালী জেলার বাছাই পর্ব  ম্যাচে নোয়াখালী জেলার বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করে। 

এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারসহ  বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যরা ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। 

বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে নোয়াখালী জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড় বাছাই করা হবে। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের মূল পর্বে নোয়াখালী জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবে।

টিএইচ